চুয়াডাঙ্গায় মাদকসহ তিনজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গা শহর থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে একজন নারী।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বুজরুকগড়গড়ী এলাকার কবরস্থানের পেছনে একটি বাঁশবাগান থেকে ৮৮ বোতল ফেনসিডিলসহ জহুরুল হক (৪৫) ও ডাবলু (২৮) নামের দুজনকে আটক করা হয়।
একই সময় শহরের ইসলামপাড়া থেকে লতিফা আক্তার পাখি (৩০) নামের এক নারীকে ৪৮টি ইয়াবা ও ছয় বোতল ফেনসিডিলসহ আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৬-এর একটি দল।
গ্রেপ্তার জহুরুল ও ডাবলু বুজরুকগড়গড়ী এলাকায় এবং পাখি ইসলামপাড়ায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। এঁদের মধ্যে জহুরুল পুলিশের হাতে কয়েকবার ধরা পড়েছেন বলে দাবি করেছে র্যাব।
সূত্র জানায়, র্যাব-৬ ব্যাটালিয়নের একটি দল ক্রেতা সেজে জহুরুলের কাছ থেকে মাদক কিনতে যায়। জহুরুল ঘটনা আচ করতে পেরে সটকে পড়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন মাদকক্রেতাসহ জহুরুল ও ডাবুকে আটক করা হয়। পরে মাদকক্রেতাদের ছেড়ে দেওয়া হয়। জহুরুল ও ডাবুকে র্যাব ৬-এর ক্যাম্পে রাখা হয়েছে।
র্যাব ৬-এর কর্মকর্তা মেজর সুরুজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা যতটা পারি মাদক নির্মূলের চেষ্টা করে যাচ্ছি। তবে আমাদের সহায়তা করতে হবে জনগণকেই।’