রবির ফাইবার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে উঠে বেসরকারি মোবাইল অপারেটর রবির থ্রিজি অপটিক্যাল ফাইবার সংযোজনের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ জানায়, শফিকুল চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে রবির থ্রিজি নেটওয়ার্কের কেবল টাঙাচ্ছিলেন। এ সময় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দেন।
এ কাজের ঠিকাদার সালাউদ্দিন মিঠু জানান, বিটিসিএলের অপটিক্যাল ফাইবারের সঙ্গে রবির কেবল সংযোজনের সময় এ দুর্ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক তন্ময় বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে মাটিতে পড়ে যাওয়ায় মাথায় বড় ধরনের আঘাত পান শফিকুল। মাথায় আঘাত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।