একসাথে বিষপান; ছেলের মৃত্যু-মা হাসপাতালে
স্বামীর ‘পরকীয়ার’ কারণে তৈরি হওয়া পারিবারিক কলহের জেরে ছেলেসহ আত্মহত্যা চেষ্টা করেছেন এক মা। এ ঘটনায় মা বেঁচে গেলেও মারা গেছে চার বছরের শিশু তামিম মোল্লা। পিরোজপুর শহরের সিআইপাড়া মোল্লাবাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, ইজিবাইক চালক কামাল মোল্লার (২৬) পরকীয়ার জের ধরে স্ত্রী জায়েদার (২০) সাথে তাঁর কথা কাটাকাটি হয়। আর এই পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করার জন্য গতকাল বুধবার রাতে জাহেদা নিজে ও চার বছরের ছেলে তামিমকে ইঁদুর মারা বিষ খাওয়ায়। আর বিষ খেয়ে রাত ৯টার দিকে জাহেদা তাঁর শিশুপুত্রকে নিয়ে স্বামীর ঘর থেকে বের হয়ে পাশের একটি বাগানে গিয়ে আত্মগোপন করে।
এরপর অনেক খোঁজাখুঁজি করে রাত ১২টার দিকে বাগান থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে বিষ খাওয়ার বিষয়টি স্বামী কামাল বুঝতে পেরে রাতেই পিরোজপুর সদর হাসপাতালে স্ত্রী-সন্তানকে ভর্তি করান। এরপর কর্তব্যরত চিকিৎসকরা মা-ছেলের পাকস্থলী পরিষ্কার করলেও আজ বৃস্পতিবার ভোর ৫টার দিকে শিশুটি মারা যায়। পুলিশ এ ঘটনা জানতে পেরে হাসপাতালে জায়েদাকে হেফাজতে রেখেছে।
এদিকে গুরুতর অসুস্থ জায়েদা জানান, কামাল ছয় বছর আগে তাকে যশোর থেকে বিয়ে করে পিরোজপুরে আনেন। এক সপ্তাহ আগে স্বামীর সাথে তাহমিনা নামের এক মহিলার সম্পর্কের কথা জানতে পেরে এ নিয়ে আপত্তি করার একপর্যায়ে বুধবার স্বামী কামাল তাঁকে মারধর করেন।
এ ঘটনায় অভিমান করে তিনি শিশুপুত্রসহ বিষ খেয়ে মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জায়েদা নিজে বেঁচে গেলেও হারাতে হয়েছে একমাত্র সন্তানকে। এদিকে এ ঘটনার পর কামাল পলাতক রয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদউজ্জামান জানান, এ ঘটনায় জায়েদার বিরুদ্ধে ছেলে হত্যা ও কামালের বিরুদ্ধে পরকীয়ার দায়সহ বিভিন্ন অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।