পিরোজপুরে আগুনে পুড়ল নয় দোকান
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী বাজারে আগুনে পুড়ে গেছে নয়টি দোকান। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ ও ছয়টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পত্তাশী বাজার সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার পত্তাশী বাজারে সাপ্তাহিক হাটের দিন। যে কারণে বাজারের সমীরণের মিষ্টির দোকানে মাঝরাত পর্যন্ত কাজ চলে। কাজ শেষে চুলার ওপর শুকনো কাঠ দিয়ে বাড়ি গেলে শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে কাঠে আগুন লেগে যায়। এতে প্রথমে তাঁর নিজের দোকান ও পরে আশপাশের ওষুধ, মুদি, কম্পিউটার, লাইব্রেরি ও চায়ের দোকানসহ নয়টি দোকানে তা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পত্তাশী বাজার সমিতির সভাপতি শুভ তালুকদার জানান, অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।