কুমার নদ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার বধ্যভূমির পাশে কুমার নদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে এলাকাবাসী পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
বেলা ৩টায় আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে বধ্যভূমির পাশ দিয়ে বয়ে যাওয়া নদ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে । পরনে আছে শাদা লুঙ্গি ও ধূসর রঙের জ্যাকেট । ধারণা করা হচ্ছে শনিবার কোনো এক সময়ে এই ব্যক্তি মারা গেছে । তবে এটি হত্যা নাকি দুঘর্টনা তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাবার পরই বলা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।