নাগরপুরে ১২ ইউনিয়নে ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন প্রার্থী আজ সোমবার তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগ ১২, বিএনপি ১২, জাতীয় পার্টি (এ) ৩, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ২ ও স্বতন্ত্র প্রার্থী ৪৭ জন।
স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ১২ ইউনিয়নে আওয়ামী লীগের ২৭ ও বিএনপির ছয়জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থীরা হলেন নাগরপুর ইউনিয়নে মো. কুদরত আলী, গয়হাটায় শেখ শামছুল হক, সলিমাবাদে দাউদুল ইসলাম দাউদ, আটগ্রামে মো. শওকত হোসেন, ধুবড়িয়ায় মো. মতিয়ার রহমান, ভাদ্রায় মো. হামিদুর রহমান, দপ্তিয়রে আবুল হাসেম, সহবতপুরে আনিসুর রহমান আনিস, ভারড়ায় রিয়াজ উদ্দিন তালুকদার, মামুদনগরে শেখ কামাল হোসেন, মোকনায় শরিফুল ইসলাম, পাকুটিয়ায় আজহারুল ইসলাম।
বিএনপির প্রার্থীরা হলেন নাগরপুরে হাবিবুর রহমান হবি, গয়হাটায় হারুনুর রশিদ, সলিমাবাদে ফরিদ আহমেদ ভুইয়া, আটগ্রামে আবদুল বারী, ধুবড়িয়ায় আশিকুর রহমান, ভাদ্রায় হাবিবুর রহমান খান, দপ্তিয়রে এম ফিরোজ সিদ্দিকী, মামুদনগরে মাহে আলম সাবু, মোকনায় আতাউর রহমান খান, পাকুটিয়ায় সিদ্দিকুর রহমান, ভাড়রায় মনিরুজ্জামান লিটন, সহবতপুরে আবুল হোসেন।
জাতীয় পাটির (এ) প্রার্থীরা হলেন নাগরপুরে লেবু মিয়া, সলিমাবাদে এমদাদ হোসেন, সহবতপুরে রতন মিয়া।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা হলেন সহবতপুরে শাহাদৎ হোসেন, গয়হাটায় জহির খান।