দামুড়হুদায় ছেলের হাতে বাবা খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছে, জমির ফসলের ভাগ নিয়ে কানাইডাঙ্গা গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে নজরুল মল্লিকের সঙ্গে তাঁর একমাত্র ছেলে জাহিদুলের কয়েক দিন ধরে বাকবিতণ্ডা চলে আসছিল। সোমবার দুপুরে বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে জাহিদুল (২৮) তার বাবা নজরুলকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
নজরুল মল্লিকের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।