ঠাকুরগাঁওয়ে ২ কোটি টাকার মাদক ধ্বংস
ঠাকুরগাঁওয়ে ১১ হাজার ২৭৭ বোতল ফেনসিডিল, এক হাজার ৫১৩ বোতল মদ, এক হাজার ৩১৫ পিস ইনজেকশন ও ৮০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় জিলা স্কুলের বড় মাঠে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে এসব মাদক ধ্বংস করা হয়। এসব মাদকের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়।
এ সময় মাদকদ্রব্য ধ্বংসের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুসের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের সেক্টর লে. কমান্ডার আকরাম হোসেন পিএসসি, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান প্রমুখ।