১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৫টি অটোরিকশা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চরচামিতা বাজারে মমিন উল্যাহর গ্যারেজে এ ঘটনা ঘটে।
urgentPhoto
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে চরচামিতা বাজারের ওই গ্যারেজটিতে হঠাৎ করে কোনো একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তে গ্যারেজের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা ১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জানা গেছে, পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাগুলো মমিন উল্যার গ্যারেজে ভাড়া রাখতেন চালকরা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোনায়েম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গ্যারেজে রাখা সিএনজিচালিত অটোরিকশাগুলোর বেশিরভাগই পুড়ে গেছে।