টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে কালিহাতী উপজেলার যোকারচরে কামাক্ষীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস কামাক্ষীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিনযাত্রী নিহত হন। আহত হয় আরো পাঁচজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরো একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।