লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নূর উদ্দিন চৌধুরী নয়ন নির্বাচিত হয়েছেন।
সভাপতি মো. হাফিজুর রহমান বিএনপি সমর্থিত প্রার্থী ও নূর উদ্দিন চৌধুরী নয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
নির্বাচনে ১৩টি পদে বিএনপি সভাপতিসহ ছয়টি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ছয়টি ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী একটি পদে নির্বাচিত হন।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতির কার্যালয়ে বুধবার বেলা ১১টা থেকে ভোট শুরু হয় এবং বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। ২১৭ ভোটারের মধ্যে ২১৪ জন তাঁদের ভোট প্রদান করেন। বুধবার রাত ১১টার দিকে নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন।
সহসভাপতি হিসেবে মো. নূর উদ্দিন বাবুল (আ.লীগ), মো. নুরুল আলম (আ.লীগ), সহসম্পাদক পদে মো. সোহেল মাহমুদ (বিএনপি), মো. মঞ্জুর আহমেদ (আ.লীগ), পাঠাগার সম্পাদক পদে মো. মেজবাহ উদ্দিন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক পদে প্রবীর মিত্র দেবনাথ (আ.লীগ), সদস্যপদে আবু নাছের সাজ্জাদুরনবী (বিএনপি), এ টি এম জাকির হোসেন মঞ্জু (জামায়াত), সামছ উদ্দিন হিমেল (বিএনপি), মো. আরিফুর রহমান (বিএনপি) ও প্রহ্লাদ চন্দ্র নাথ রবি (আ.লীগ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন আইনজীবী মো. মোজাম্মেল হক, মো. শামছুদ্দিন পাটোয়ারী ও কৃষ্ণ দুলাল দাস।