খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনায় দুই সন্তানের জননী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকা থেকে সালমা বেগম (২৬) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে সালমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহতের স্বজনদের অভিযোগ, হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে নিহতের স্বামী রবিউল হোসেন পলাতক।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, সালমা বেগমের প্রথম বিয়ে হয় কবির হোসেনের সঙ্গে। সেখানে তাঁর দুটি সন্তান রয়েছে। পরে রবিউলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় তিনি প্রথম স্বামীকে তালাক দেন। কয়েক মাস আগে রবিউল হোসেনকে বিয়ে করেন সালমা। যে বাসায় রবিউলসহ বাস করতেন, সেখান থেকেই আজ তাঁর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।
লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে লবণচরা থানা পুলিশ। ওসি আরো বলেন, দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে সালমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু তাঁকে নির্যাতনে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। এ ছাড়া ঘটনার পর থেকে নিহতের স্বামী রবিউলও আত্মগোপন করেছেন। তাই ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।