বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যেভাবে একাত্তর সালে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এমনিভাবে বর্তমানে জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর ২০ দলীয় জোট আগুন সন্ত্রাস করেছে, রাস্তাঘাট কেটে মানুষ হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে সম্পদ বিনষ্ট করেছে, বাস জ্বালিয়ে বাস শ্রমিকদের হত্যা করেছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং করেছি।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের প্রমুখ।
পরে বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং সেল ও জেলা ইমাম সমিতি আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।