বিএনপির মনোনয়নবঞ্চিতদের সড়ক অবরোধ
বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় এক নেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে কাইটাইল ইউনিয়ন পরিষদে বিএনপি নেতা এম এ সালামকে মনোনয়ন না দেওয়ায় বর্তমান মেম্বার মাখন মিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জামতলা বাজারের পাশের সড়ক অবরোধ করেন। এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মদন-নেত্রকোনা সড়কে অবস্থান নিলে আধা ঘণ্টা ওই সড়ক অবরুদ্ধ থাকে।
নেতাকর্মীদের দাবি, মদন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম এ সালামের মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির তৃণমূল ভোটে আবু তাহেরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ মনোনয়ন বাতিলের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান কর্মী-সমর্থকরা।