কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যানির মুক্তি দাবি, লক্ষ্মীপুরে বিক্ষোভ
বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুরের চকবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সহসভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুনসহ অন্যরা।
বক্তারা বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ সময় থানা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সভাপতি মো. হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাশকতার নয় মামলায় গত ২৮ জানুয়ারি আত্মসমর্পণ করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। পরে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।