লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা
লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা এলাকায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহরণের পর দুদিন পার হয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি ওই শিক্ষার্থীর।
গতকাল সোমবার সকালে বিদ্যালয়ে আসার পথে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা অন্য ছাত্রীদের বরাত দিয়ে বেগম অজিফা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন নেছা জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রোকসানা ও অপর তিন ছাত্রী বিদ্যালয়ে আসার জন্য বটতলীর তুলাতলীতে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। এ সময় চরচামিতা এলাকায় (বিদ্যালয়ের পাশে) পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটির গতিরোধ করে। একপর্যায়ে ছয়-সাতজন ব্যক্তি জোর করে রোকসানাকে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহৃত ছাত্রীর মা জানান, তাঁর মেয়েকে পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের নুরনবীর বখাটে ছেলে আব্বাস উদ্দিন সাত-আট সন্ত্রাসী অস্ত্রের মুখে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। অক্ষত অবস্থায় তাঁর মেয়েকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে অপহরণের সঙ্গে জড়িত রাসেল নামের এক মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। তবে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।