মানিকগঞ্জে ইউপি নির্বাচনে আ. লীগ ও বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা
রাজনৈতিক দলের প্রতীকে চেয়ারম্যান পদে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। বিগত দিনের চেয়ে এবারের নির্বাচনে বিরাজ করছে আলাদা উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যেও দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী যাচাই-বাছাইয়ে চলছে পুরো ব্যস্ততা।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের। এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই পদে মনোনীত সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে। আর বিএনপি গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দলটির জেলা সভাপতি আফরোজা খান রিতাসহ নেতারা।
এরপর মঙ্গলবার দুপুরে চূড়ান্তভাবে গিলন্ডের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের রংধনু রিসোর্ট ও রেস্টুরেন্টে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের হাতে মনোনয়নপত্র দেওয়া হয়।
জেলা সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু। এ সময় অন্যদের মধ্যে দলটির জেলা সহসভাপতি আবদুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, আবদুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাংগঠনিক সম্পাদক এসএ জিন্নাহ কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দৌলতপুরের আটটি ইউনিয়নের চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন : চক মিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোশারফ হোসেন ও বিএনপির আজিজুল হক মন্টু, ধামশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের অ্যাডভোকেট ইদ্রিস আলী ও বিএনপির মো. আলেক মিয়া, কলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এ কে এম সিদ্দিকুর রহমান ও বিএনপির ফরিদুল ইসলাম, চরকাটারি ইউনিয়নে আওয়ামী লীগের হাবিবুর রহমান হিবু ও বিএনপির আবুল কালাম আজাদ, বাঁচামরা ইউনিয়নে আওয়ামী লীগের আবদুর রশিদ ও বিএনপির আনিসুর রহমান, বাঘুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন ও বিএনপির মো. গোলাম ইয়াছিন, জিয়নপুর ইউনিয়নে আওয়ামী লীগের বেলায়েত হোসেন ও বিএনপির আ ন ম হেনা মিয়া এবং খলসী ইউনিয়নে আওয়ামী লীগের আনোয়ার হোসেন ও বিএনপি সাখাওয়াত জাহাঙ্গীর সেনা।
আর হরিরামপুরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন বাল্লা ইউনিয়নে আওয়ামী লীগের বাচ্চু মিয়া ও বিএনপির কাজী রেজা, গালা ইউনিয়নে আওয়ামী লীগের রাজিব হোসেন রাজিব ও বিএনপির শফিক বিশ্বাস, চালা ইউনিয়নে আওয়ামী লীগের কাজী আবদুল মজিদ ও বিএনপির মো. আবদুল জলিল মোল্লা, বলড়া ইউনিয়নে আওয়ামী লীগের মোসলেম উদ্দিন কুন্নু ও বিএনপির তারিকুল ইসলাম খান, হারুকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের আবদুর রহিম বিশ্বাস ও বিএনপির মো. সেলিম মিয়া, রামকৃষ্ণ ইউনিয়নে আওয়ামী লীগের কামাল হোসেন ও বিএনপির মো. আবদুল বাতেন মিয়া, গোপিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের এ জেড সফিউল্লাহ ও বিএনপির মো. আবদুল কুদ্দুস, সুতালড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুস সালাম ও বিএনপির ফিরোজ খান, ধূলসূরা ইউনিয়নে আওয়ামী লীগের মো. সলিম মিয়া ও বিএনপির মিজানুর রহমান খান, আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের মো. বিল্লাল হোসেন ও বিএনপির আবদুল হান্নান মৃধা, বয়রা ইউনিয়নে আওয়ামী লীগের সৈয়দ হাসান ইমাম বাবু ও বিএনপি জাহিদুর রহমান তুষার এবং কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের ইউনুস আলী গাজী ও বিএনপি মোশারফ হোসেন শিকদার।