দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সরগরম শ্রীনগর
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বুধবার।
মনোনয়নপত্র জমার শেষ দিন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে উপজেলা পরিষদ। দ্বিতীয় দফায় শ্রীনগরের ১৪টি ইউনিয়নের সঙ্গে সিরাজদীখানের বাকি থাকা চারটি ইউনিয়নের প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিতে আসছেন।
সকাল থেকেই প্রার্থীদের পাশাপাশি সমর্থক ও উৎসুক জনতার পদচারণায় মুখরিত উপজেলা পরিষদ চত্বর।
এ ছাড়া বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মিছিল আর স্লোগানে ভরপুর এখন শ্রীনগরের পথঘাট।
শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম জানান, এখন পর্যন্ত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যপদের জন্য প্রায় চারশ মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে আজ শেষ দিন সকাল থেকে বিভিন্ন পদের শতাধিক মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান এই কর্মকর্তা।