‘মনোনয়নপত্র জমা দেওয়ায় ইউপি চেয়ারম্যান তালাবদ্ধ’
মনোনয়নপত্র জমা দেওয়ায় যশোর জেলা বিএনপির সহসভাপতি ও চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুস সাত্তারকে প্রতিপক্ষ আওয়ামী লীগের লোকজন তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাঁকে উদ্ধার করে।
আজ বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ায় আজ চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুস সাত্তারকে তালাবদ্ধ করে রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা।’
তবে স্থানীয় আওয়ামী লীগ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু আরো অভিযোগ করেন, ‘শুধু চুড়ামনকাঠিই নয়, যশোর সদর ও মণিরামপুর উপজেলার সবকটি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে। প্রার্থীরা ঠিকমতো গণসংযোগ করতে পারছেন না। মোবাইল ফোনে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সন্ত্রাসীদের দ্রুত আটকের দাবি জানান বিএনপির জেলা সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলন চলাকালে দুপুর সোয়া ২টার দিকে পুলিশ প্রহরায় আবদুস সাত্তার যশোর প্রেসক্লাবে উপস্থিত হন।
তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান মুন্না। তিনি বলেন, ‘প্রতিবারই নির্বাচনের আগে বিএনপি নেতা আবদুস সাত্তার এমন নাটক করে থাকেন।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, চেয়ারম্যানকে তালাবদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।