‘টাকা তুলে নিন, না হলে জেলে যাবেন’
নির্বাচন থেকে সরে দাঁড়াতে সরকারদলীয় নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম।
‘এখনও সময় আছে, ২৪ ঘণ্টার মধ্যে টাকা তুলে নিন। নির্বাচন না করার ঘোষণা দিন। অন্যথায় জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন’, বলেন মাসুদুল।
মাসুদুল আলম অভিযোগ করে বলেন ‘গত রোববার আমার নির্বাচনী বহর থেকে আমার সমর্থককে তুলে নিয়ে মারধর করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সফিউল আজম লেনিন। তার পকেটে ইয়াবা ঢুকিয়ে মাদক মামলায় চালান দিয়েছে পুলিশ।’
‘আমার ভাই জহুরুল আলম হেনাকে লেনিন ও তাঁর চেয়ারম্যান পদপ্রার্থীর ভাই গোলাম আজম টিটোর লোকজন রাস্তায় মোটরসাইকেল নিয়ে চলাচলে না করে দিয়েছে। এর অন্যথা হলে তাঁর হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে তারা।’
মাসুদুল জানান, ‘প্রচারের জন্য নৌকা ও ট্রলার ভাড়া করতে গেলেই সেখানে বাধা পাচ্ছি। সেসব ভাড়ার নৌকায় আগে থেকেই নৌকা প্রতীক লাগিয়ে দেওয়া হয়েছে। আর মাঝিদের বলা হয়েছে, এতে অন্য কোনো প্রতীক লাগানো যাবে না।’
মাসুদ আরো বলেন, ‘প্রচারণায় এই বাধার পাশাপাশি রাতেও আতঙ্কিত থাকছি। রাতে কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণায় বাইরে গেলেই চারদিক থেকে হুমকি আসছে। ফলে ভয়ে কেউ বের হতে পারছে না।’