রামগতিতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা আজ বুধবার সকালে শিক্ষক সম্পদ চন্দ্র দাসকে আসামি করে রামগতি থানায় এ মামলা করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষককে চর ডাক্তারপাড়া এলাকা থেকে সম্পদ চন্দ্র দাসকে আটক করা হয়। সম্পদ চন্দ্র দাস রামগতির চর গজারিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, তৃতীয় শ্রেণির ওই ছাত্রী (৯) বিদ্যালয়ের শিক্ষক সম্পদ চন্দ্র দাসের কাছে প্রাইভেট পড়ত। গত সোমবার বিকেলে স্কুলছুটির পর সম্পদ চন্দ্র দাস প্রাইভেট পড়ানোর কথা বলে ছাত্রীকে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে দরজা-জানালা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। পরে ছাত্রী পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় স্কুলছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।