মাত্র এক হাজার টাকার জন্য সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা মাত্র এক হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুশিয়ারতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সফর আলী (৪০), জলিল মিয়া (৪২), ফজল মিয়ার (৩৮) অবস্থা গুরুতর। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজমান মিয়া জানান, কুশিয়ারতলা গ্রামের নিজাম মিয়া এক মাস আগে একই গ্রামের আবদাল মিয়াকে এক হাজার টাকা ধার দিয়েছিলেন। গতকাল বুধবার বিকেলে আবদালের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তিনি নিজাম মিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন। এর জের ধরে আজ দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জনেরও বেশি লোক আহত হয়।সফর, জলিল ও ফজল ট্যাটাবিদ্ধ হওয়ায় তাঁদের অবস্থা গুরুতর। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।