স্কুলছাত্র হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলছাত্র শিহাব হোসেনের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুতুবপুর গ্রামের চার রাস্তার মোড়ে গ্রামবাসীর আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোখলেছুর রহমান, নিহত শিহাবের মা বিলকিচ খাতুন ও কলেজছাত্র গোলাম আজম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এজাহারভুক্ত আসামিদের বেশির ভাগই বাইরে। তাঁরা প্রতিনিয়ত বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ জন্য তাঁরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল শিহাব । সে ওই গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে।
গত ২৮ অক্টোবর বিকেলে শিহাব নিখোঁজ হয়। এরপর ৩০ অক্টোবর পার্শ্ববর্তী শিবপুর মাঠ থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিহাবের মা বিলকিচ খাতুন বাদী হয়ে গ্রামের সুলতান, আবদুল আলিম, নয়ন ও লাল্টুর নামে হত্যা মামলা দায়ের করেন।