ফুলগাজীতে চেয়ারম্যানসহ ১৪ আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিমসহ দলের ১৪ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বাদী হয়ে ফুলগাজী থানায় এ মামলা করেন। মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবদুল আলিম একই সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ফুলগাজীর উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৪ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের নাম বলতে রাজি হননি তিনি।
ফেনীর পরশুরাম পৌরসভার সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি আবু তালেব এনটিভি অনলাইনকে জানান, বুধবার ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়ন জমা দিতে বাধা দেন আবদুল আলিমসহ আওয়ামী লীগের লোকজন। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগে পুলিশ মামলা করতে পারে।
এদিকে আওয়ামী লীগের ওই বাধা দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) বুধবার ফুলগাজী উপজেলার সব ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়। ওই উপজেলায় দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ৩১ মার্চ ভোট হওয়ার কথা ছিল।
বুধবার ইসির পক্ষ থেকে উপসচিব সামশুল আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।