দামুড়হুদায় হেলে পড়েছে শতবর্ষী বটপাকুড়
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর বাজার মোড়ে শতবর্ষী বটপাকুড় গাছ হেলে চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে গাছটি পড়ে অনেক প্রাণহানিসহ বড় ধরনের ক্ষতি হতে পারে বলে স্থানীয় অনেকেই আশঙ্কা করেছেন।
সরেজমিনে রোববার সকালে দেখা গেছে, শতবর্ষী বটপাকুড় গাছটি দক্ষিণ-পূর্ব কোণে অনেকাংশে হেলে গেছে। গাছটি উপড়ে যাওয়া ঠেকাতে গাছের দুটি গুঁড়ি দিয়ে ঠেকা দেওয়া হয়েছে। হেলে যাওয়া অংশের নিচে রয়েছে বেশ কয়েকটি দোকান।
তাঁদের মধ্যে চা বিক্রেতা জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, আবুল কালাম, আবদুস সালাম, লিটন হোসেন ও আনারুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান চরম ঝুঁকিতে রয়েছে।
ভগীরথপুর বাজারের স্টেশনারি ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, বাজারটিতে অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বটপাকুড় গাছটির ভেতরে ফোকর হওয়ায় তা দীর্ঘদিন ধরে ঝুঁকিতে রয়েছে। গত বছর গাছটির একটি অংশ ভেঙে পড়ে বেশ কয়েকটি দোকান ও দোকানের মালামালের ক্ষতি হয়। তবে, সে দফায় প্রাণহানি না ঘটলেও এবার জানমালের নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে।
আরেক ব্যবসায়ী শাহাবুল হক জানান, গাছটি অপসারণের জন্য এর আগে স্থানীয় ব্যবসায়ীরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে জানালেও কোনো লাভ হয়নি।
ইউপি চেয়ারম্যান আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছটির অপসারণ খুবই জরুরি। কিন্তু বিভিন্ন দপ্তরে সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ গাছের বিষয়টি জানিয়ে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত জানানো হয়েছে। অনুমোদন মিললেই গাছটি নিলামে বিক্রি করে অপসারণ করা হবে।