চুয়াডাঙ্গায় কনের বাবা ও কাজিকে জেল-জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভুয়া জন্মসনদে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে এক বিবাহ নিবন্ধক (কাজি) ও মেয়ের বাবাকে এক মাস কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান রোববার সন্ধ্যায় এই আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া দুজনকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ের বিবাহ নিবন্ধক মোখলেছুর রহমান ও কনের বাবা বেল্টু মিয়া।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বেল্টু মিয়ার ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই ইউনিয়নের কলাবাড়ী গ্রামের মানিক মিয়ার ছেলে জামিনুল ইসলামের (২২) ৫০ হাজার টাকা দেনমোহরনায় বিয়ে হয়। জুড়ানপুর ই্উনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মোখলেছুর রহমান বিয়েটি নিবন্ধন করেন। যেখানে মেয়েটির বয়স ১৮ বছরের বেশি দেখানো হয়।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তদন্তে নামে। রোববার সন্ধ্যায় দামুড়হুদার ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে কাজি মোখলেছুর রহমান ও কনের বাবা বেল্টু মিয়া অভিযোগ স্বীকার করায় তাঁদের জেল-জরিমানা দেওয়া হয়।