প্রতিবন্ধী কিশোরকে যৌন নির্যাতন
নরসিংদীতে ১১ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক কিশোরকে যৌন নির্যাতন করেছেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের প্রতিবন্ধী ওই কিশোর তার বন্ধুদের সঙ্গে পাশের বাড়ির উঠানে খেলছিল। এ সময় ফরিদ মিয়া কিশোরকে নিজের ঘরে নিয়ে বলাৎকার করে। কিশোরের আর্ত-চিৎকারে আশপাশের লোক এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান জানিয়েছেন, পায়ুপথে নির্যাতনের ফলে কিশোরের বেশ রক্তক্ষরণ হয়, কয়েকবার বমি করে। তার চিকিৎসা চলছে। তবে বয়স কম হওয়ায় তার সুস্থ হয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।