অভিযোগ : বিএনপি সমর্থকদের হামলায় আ.লীগ কর্মী নিহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিএনপির সমর্থকদের হামলায় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার জাকির হোসেন খান মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের নাম আবদুল হামিদ (৫০)। তাঁর বাড়ি ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
এসপি জাকির হোসেন বলেন, নিহত হামিদের ছেলে আওয়ামী লীগ কর্মী কাইয়ুমের সঙ্গে প্রতিপক্ষ লোকজনের বুধবার রাতে একটি মিলাদ মাহফিলে দাওয়াত না দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহতের ছোট ভাই কুতুব উদ্দিনের স্ত্রী কুলসুম বেগম জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে আজ সকাল ৮টার দিকে বিএনপি সমর্থক শোয়েব আলী, আলী আহাম্মদ, নজরুল ও ভুইট্টা তাঁর ভাশুরের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান হামিদ।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের জানা নেই।