চুয়াডাঙ্গায় উত্ত্যক্ত করায় দুই বখাটেকে সাজা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার নওদা বন্ডবিলে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা আজ বুধবার দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।
দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন নওদা বন্ডবিল গ্রামের বিপ্লব হোসেন (১৮) ও সাগর মাহমুদ (১৫)।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদল বখাটে দীর্ঘদিন ধরে বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের এক অভিভাবক গতকাল মঙ্গলবার উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে বখাটেরা তাঁকে মারধর করে। খবর পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক আলমডাঙ্গা থানায় চার বখাটের নামে নালিশ করেন। অভিযুক্তদের মধ্যে বিপ্লব ও সাগরকে আলমডাঙ্গা থানার পুলিশ মঙ্গলবার রাতে আটক করে থানায় নেয়। কাউন্সিলর মতিয়ার রহমান দাবি করেন, ওই দুজনই এলাকার চিহ্নিত বখাটে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিপ্লব ও সাগরকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. কামরুজ্জামান জানান, অভিযুক্ত দুজনই আদালতের কাছে দোষ স্বীকার করায় তাদের দণ্ডবিধির ৫০৯ ধারায় এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।