নবীগঞ্জে গুদামে আগুন, বিপুল ক্ষয়ক্ষতি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ মধ্যবাজারে ওয়াহাব পেট্রলপাম্প নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আকস্মিক ওই গুদামঘরে আগুন ধরে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন হৈ-হুল্লোড় শুরু করে।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সরেজমিনে দেখা যায়, আগুনে গুদামঘর ও ঘরে থাকা শতাধিক গ্যাস সিলিন্ডার, কেরোসিনের অর্ধশতাধিক ড্রাম, ডিজেল, মবিল ও আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে পাম্পের দায়িত্বরত কাঞ্চন মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ওই সময় গুদামঘরে ছিলাম না। আগুনের খবর পেয়ে ছুটে এসেছি। আগুনে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।’
জানতে চাইলে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তৈয়ব আলী হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।’