ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত, আহত অর্ধশতাধিক
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মাদারীপুরের দুই ছাত্র নিহত হয়েছে। এদিকে মধুখালীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন (১৮) মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পাতাবালী গ্রামের জব্বার বেপারীর ছেলে এবং সাগর (১৯) ইউনুস মিয়ার ছেলে। তারা মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল করে নয়ন ও সাগর ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের সমদ্দি নামক স্থানে মাওয়াঘাট থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বিএমএস পরিবহন তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় দ্রুতগামী বাসটি তাঁদেরসহ মোটরসাইকেলটিকের টেনে হিচড়ে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, ‘দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাঁদের সঙ্গে থাকা মোবাইলের সিম ব্যবহার করে পরিবারে খবর দেওয়া হয়েছে। আর ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা হয়েছে।
এদিকে জেলার মধুখালীতে দুটি লোকাল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন জানান, বিকেল ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ছকড়িকান্দি নামক স্থানে ফরিদপুরগামী মানিক চন্দন এন্টারপ্রাইজ এবং মাগুরাগামী প্রিয়াংকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও মধুখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক সর্দার সরাফত আলী ওবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর নাহার ঘটনাস্থল পরিদর্শন করেন।