গুলিতে বিএনপি নেতা ঘুম থেকে চিরঘুমে
ময়মনসিংহের গফরগাঁও বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিরইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই নেতা ঘুমিয়ে ছিলেন। তাঁর নাম আবদুল মান্নান। তিনি পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এনটিভি অনলাইনকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মান্নান ঘরের জানালা খোলা রেখে ঘুমিয়েছিলেন। রাতে কে বা কারা তাঁর বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরো জানান, মান্নানের নামে হত্যাসহ একাধিক ডাকাতির মামলা আছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নিহতের ভাগিনা আলী হোসেন এনটিভি অনলাইনকে বলেন, শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।
গফরগাঁও পৌর বিএনপির সভাপতি ফজলুল হক আবদুল মান্নানের হত্যাকারীদের বিচার দাবি করেছেন।