সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ভৈরব আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ মাহফিল, প্রতিকৃতিতে শ্রদ্ধা, স্মরণসভা ও কাঙালি ভোজ।
আজ বিকেলে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণসভা। এ ছাড়া বাদ এশা ভৈরব প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।
২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জিল্লুর রহমান মারা যান।
জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ১৯৯৬ সালে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
জিল্লুর রহমান তিনবার দলের সাধারণ সম্পাদক ও ভৈরব-কুলিয়ারচর থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯২৯ সালের ৯ মার্চ ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারে জিল্লুর রহমান জন্মগ্রহণ করেন।