আবারও বরখাস্ত হলেন মেয়র গউছ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক হবিগঞ্জ পৌরসভার পুনর্নির্বাচিত মেয়র আলহাজ জি কে গউছকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে বরখাস্তের আদেশ আজ রোববার হবিগঞ্জ পৌরসভায় এসে পৌঁছায়।
হবিগঞ্জ পৌরসভার সচিব মো. নুরে আলম সিদ্দিকী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জি কে গউছের নামে পাঠানো মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘যেহেতু সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার মামলায় আপনার বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হয়েছে এবং আপনি বর্তমানে কারাগারে আটক থাকায় আপনার দ্বারা হবিগঞ্জ পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভা তথা জনস্বার্থের পরিপন্থী এবং প্রশাসনের দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। সে জন্য সরকার আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
এ কারণে স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯-এর ৩১/১ ধারার বিধান অনুযায়ী মেয়র জি কে গউছকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।
আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান।
গত ৩০ ডিসেম্বর কারাগারে থেকে বিএনপিদলীয় প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন জি কে গউছ।