ধনবাড়ীতে তরুণের হাট সংগঠনের যুগপূর্তি উদযাপন
‘তারুণ্যের আলোয় দূর হোক অন্ধকার’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে গত শুক্রবার অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০১৬। প্রতিবছরের মতো সংগঠনের পক্ষ থেকে এবারও গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।urgentPhoto
স্থানীয় তরুণের হাট সংগঠনের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমেদ, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, তরুণের হাটের পৃষ্ঠপোষক শামীম রহমান, অভিনেতা রহমত আলী ও অভিনেত্রী শিরিন আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও এনটিভির সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণের হাটের প্রধান উপদেষ্টা সোলায়মান হোসেন।
যুগপূর্তি উপলক্ষে এবার চারজনকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীকে সংবর্ধনা দেওয়া হয়। গুণীজন সংবর্ধনা দেওয়া হয় সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেরুন নেসা ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামানকে। বয়োজ্যেষ্ঠ সংবর্ধনা দেওয়া হয় ব্যবসায়ী নৃপেন্দ্র চন্দ্র মোদককে।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমাজের একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়।
অনুষ্ঠানে শেষে ক্লোজ আপ ওয়ান তারকা টুটুল ও সেল ভিশন ব্যান্ডের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।