ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, গুলিতে নিহত ৫
পিরোজপুরের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই এবং অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আজ মঙ্গলবার জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৩ জন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় ব্যালটের পেছনে সিল না থাকায় তা বাদ দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনর রশিদের সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাইয়ের প্রচেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি তাঁদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শাহাদাত, কামরুল ও সোহেল নামের তিন ব্যক্তি মারা যান। আহত হন অন্তত ১৩ জন।
এদের মধ্যে আহত নয়জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেল্লাল ও সোলায়মান নামে দুই যুবক মারা যান। এই দুজনের লাশ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর কথা জানিয়েছেন আমাদের প্রতিবেদক আকতার ফারুক শাহীন। আহত অন্য সাতজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।