ট্রাকের ভেতর চালক-মালিকের গলাকাটা লাশ
রংপুরে ট্রাকের ভেতর থেকে গলাকাটা অবস্থায় ট্রাকমালিক ও চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁদের হাত-পা সাদা স্কচটেপ দিয়ে বাঁধা ছিল এবং শরীর কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে তাজহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো ট্রাক থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকমালিক কোরাইশ খান ও ট্রাকচালক রমজান আলী। এঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুল হক জানান, আজ সকালে তাজহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো কণক-অরিন পরিবহন নামে একটি ট্রাক থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। ট্রাকটির নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৩৩৫। সকালে ট্রাকের নিচ দিয়ে রক্ত পড়তে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে ট্রাকের কেবিন থেকে এ দুজনের মৃতদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে ওসি আরো জানান, সিরাজগঞ্জ থেকে সার নিয়ে ট্রাকটি দিনাজপুর গিয়েছিল। সেখানে সার নামিয়ে রেখে ফের সিরাজগঞ্জে ফিরছিল ট্রাকটি। পথে এ ঘটনা ঘটে।
তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ হাপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।