টাঙ্গাইলে হতদরিদ্রদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মসূচি
টাঙ্গাইলের তিনটি উপজেলায় হতদরিদ্রদের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যমন্ত্রী এ সময় হতদরিদ্রদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন।
প্রকল্পের অপর দুই উপজেলা হচ্ছে ঘাটাইল ও মধুপুর। তিন বছরের জন্য প্রায় এক লাখ হতদরিদ্রের মাঝে পর্যায়ক্রমে হেলথ কার্ড বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হতদরিদ্রদের মাঝে তিন লাখ হেলথ কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে। এ সময় তিনি আরো বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা পৌঁছানো এবং পদ্মা সেতু নির্মাণের কারণে আওয়ামী লীগ সরকার আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী সংসদ সদস্য ড. আবদুর রাজ্জাক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রমুখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কালিহাতীতে ৫০ শয্যাবিশিষ্ট নবনির্মিত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্বোধন করেন।