পিরোজপুরে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার উত্তর কদমতলা গ্রামে শ্বশুরবাড়ির সামনে একটি গাছ থেকে আজ শুক্রবার এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জের ধরে ওই ব্যক্তিকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। নিহত শাহজাহান শেখ (৪০) একই উপজেলার তেজদাসকাঠি গ্রামের মতিউর রহমানের ছেলে।
নিহতের ভাই আবদুস সোবহান জানান, শাহজাহানের সঙ্গে তাঁর স্ত্রী মাকসুদার প্রায় দুই বছর ধরে পারিবারিক কলহ চলছিল। গত মঙ্গলবার তাঁর স্ত্রী তাঁকে খবর দিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যান। এরপর আজ সকালে ঘরের সামনে একটি আমগাছে শাহজাহানের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
সোবহানের অভিযোগ, তাঁর ভাইকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ খান বলেন, শাহজাহানের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে না।
সদর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি মণ্ডল বলেন, প্রাথমিকভাবে মৃতের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় একটি দাগ পাওয়া গেছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কীভাবে শাহজাহানের মৃত্যু হয়েছে।