ইউপি নির্বাচন পারভারটেড : সুজন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে বিকৃত বা পারভারটেড নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক এ মন্তব্য করেন।
বদিউল আলম বলেন, দায়দায়িত্ব নিতে না পারলে বা প্রশাসনের সহযোগিতা পাওয়া না গেলে নির্বাচন কমিশনের উচিত দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে আসা।
সুজনের মতে, নির্বাচন নিয়ে যা আগে কখনো হয়নি, তা-ই হয়েছে প্রথম দফা ইউপি নির্বাচনে। যেমন নির্বাচনের আগে-পরে সহিংসতায় মারা গেছে ২৭ জন এবং আহত হয়েছে সাড়ে তিন হাজারের অধিক।
এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট পড়েছে ৩৬ শতাংশ আর বিএনপির পক্ষে ভোট পড়েছে মাত্র ১১ শতাংশ।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমি এই নির্বাচনকে বিকৃতি নির্বাচন বা পারভারটেড নির্বাচন বলে আখ্যায়িত করি। জাস্টিস বদরুল হায়দার চৌধুরীর একটা রায় : তিনি বলেছেন যে, ভোটারবিহীন নির্বাচন, আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়, ভোটারবিহীন নির্বাচন বা পারভারটেড নির্বাচন আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি।’
বদিউল আলম বলেন, ‘এই অনিয়মগুলো বন্ধ করতে হলে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তাঁরা দায় নেবেন না। তাহলে আমাদের এমন একদল ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে, যাঁরা দায় নেবেন এবং যাঁরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন। এবং তাঁরাই যদি প্রশাসনের সহায়তা না পান, তাঁরা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পান; তাঁরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অতি সহজেই বলতে পারেন যে এ অবস্থায় আমরা নির্বাচন করব না।’
দলীয়ভাবে নির্বাচন করায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এত সমস্যা হচ্ছে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে।