নিখোঁজ শিশুর লাশ মিলল ধানের গোলার নিচে
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় নিখোঁজের দুই দিন পর নিজ বাড়ির ধানের গোলার নিচ থেকে শিশু ইসমাইলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা-বাবা, ভাই ও ভাবিকে আটক করেছে পুলিশ।
পরিবারের দাবি, গত ২৬ মার্চ সকাল সাড়ে ৮টায় শিশু ইসমাইল চকলেট কিনতে বাসা থেকে দোকানের উদ্দেশে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ওই দিন রাতেই মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইসমাইলের বাবা রজব আলী। আজ সোমবার দুপুরে ঘরের ভেতরে দুর্গন্ধ শুরু হলে খোঁজাখুঁজির পর ধানের গোলার নিচে ইসমাইলের মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশু ইসমাইলের বাবা রজব আলী, মা রহিমা বেগম, বড় ভাই জুয়েল মিয়া ও ভাবি শাপলা বেগমকে আটক করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেন।