দুটি স্বর্ণের দোকানে ডাকাতি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গতকাল গভীর রাতে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১০৬ ভরি স্বর্ণালংকার ও প্রায় ছয় লাখ টাকা নিয়ে গেছে বলে দোকানমালিকরা অভিযোগ করেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, উপজেলার বেতকা বাজারে শনিবার দিবাগত রাত ৩টার দিকে সুমন দাস ও মন্টু পোদ্দারের স্বর্ণের দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাতদল চার নৈশপ্রহরীর হাত-পা বেঁধে রেখে সুমনের দোকানের সাটার ভেঙে ভেতরে ঢোকে। দোকানের কর্মচারী দীপক দাসকে (২৫) পিটিয়ে আহত করে দুই লাখ ৭৫ হাজার টাকা ও ৪৬ ভরি স্বর্ণালংকার নেয়। এরপর তারা মন্টু পোদ্দারের দোকানে ডাকাতি করে। কর্মচারী রতন মণ্ডলকে (৩০) পিটিয়ে আহত করে ৬০ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আহত দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুর দেড়টার দিকে দোকান মালিক সুমন দাস টঙ্গিবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।