৬৪২ ইউপিতে নির্বাচন কাল
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার ৬৪২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে। এ ধাপে ৩১ জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁদের সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। প্রথম দফার অভিজ্ঞতার পর অনেকটা শঙ্কার মধ্যেই দ্বিতীয় ধাপের দলীয় প্রতীকের এ স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে।
প্রথম দফায় একই দলের ৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ২২ মার্চ প্রথম ধাপের ভোটের সহিংসতায় মারা যান ১১ জন। সব মিলিয়ে ইউপি নির্বাচনে ভোটের আগে-পরে নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা ২৭ জন।
প্রথম ধাপের ৭১২টি ইউপির ভোটের পর প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনকে গ্রহণযোগ্য বললেও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, এ নিবার্চন ছিল একটি বিকৃত বা পারভারটেড নির্বাচন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে ৬৪২ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হাজার ৬৮৪ জন। এর মধ্যে দলীয় প্রার্থীর সংখ্যা এক হাজার ৫০৭ আর স্বতন্ত্র প্রার্থী এক হাজার ১৭৭ জন।
এ ধাপের ৬৪২ ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগের প্রার্থী নেই, বিএনপির প্রার্থী নেই ৭৯টি ইউপিতে। প্রথম ধাপে বিএনপির প্রার্থী ছিল না ১১৯টি ইউপিতে। দ্বিতীয় ধাপের নির্বাচনে মোট ভোটার প্রায় ৯৮ লাখ, তাদের জন্য ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে প্রায় সাত হাজারটি।
এর পর তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল ৬৮৫টি ইউপিতে। এ ছাড়া চতুর্থ ধাপে ৭৪৩ ইউপিতে আগামী ৭ মে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।