হবিগঞ্জে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে মসজিদের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ওই তিন শিশু হলো—ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে হেফজো আক্তার (৫), আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহাদ মিয়ার ছেলে জীবন মিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পাশের মসজিদের সামনে খেলা করছিল ওই তিন শিশু। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি ওই এলাকার আরেক শিশু মোতাচ্ছির দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। প্রথমে পরিবারের লোকজন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে জীবন মিয়ার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুকুর থেকে উদ্ধার করা হয় হেফজো ও রুমা আক্তারের মরদেহ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয় লুকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। সন্তান হারিয়ে পরিবারগুলোর অবস্থা পাগলপরা।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’