পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তা জঙ্গিদের মদদ দিচ্ছে
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানিরা কখনো বাংলাদেশের সঙ্গে ভালো আচরণ করেনি। এখনো ঢাকায় বসে তারা ষড়যন্ত্র করছে। পাকিস্তানি দূতাবাসের এক কর্মকর্তা ঢাকায় বসে জঙ্গিদের মদদ দিচ্ছে।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে হবিগঞ্জের মুক্তিযোদ্ধা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ব্যাংক ও বিদ্যুৎ কর্মচারীদের মতবিনিময় সভা হয়। সভায় যোগদান শেষে সাংবাদিকদের উল্লেখিত কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী চক্র এখন একটি অখণ্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টা করছে।
আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রীর সাজার বিষয়ে শাজাহান খান বলেন, নৈতিক স্খলনজনিত কারণে (চুরি, ডাকাতি, দুর্নীতি কিংবা খুনের মতো অপরাধ) মন্ত্রীদের সাজা হলে পদত্যাগের প্রশ্ন আসত। যে অপরাধে তাঁদের সাজা হয়েছে, তা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ বলে তিনি মনে করেন না।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।