বান্দরবানে বিজিবির উদ্যোগে চিকিৎসাক্যাম্প শুরু
বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে তিনদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা শহরের বিজিবির অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান।
বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুস, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল আলমসহ বিজিবির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান জানান, চিকিৎসাক্যাম্পের প্রথম দিনে পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার গরিব অসহায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ডা. মেজর শাহ আলম। তিনি আরো জানান, পৌর শহর ছাড়াও সদর উপজেলার ক্রাইক্ষং পাহাড়ের বিজিবি সদর দপ্তরেও দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাক্যাম্প কার্যক্রম চলবে।