চুরি হওয়া রিজার্ভের ২০ শতাংশ উদ্ধার : শিল্পমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের পাঁচ ভাগের এক ভাগ (২০ শতাংশ) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
ওই কমিটির সভাপতি আমু বলেন, ‘চুরির ঘটনা অনুসন্ধানে একাধিক কমিটি কাজ করছে। পাঁচ ভাগের এক ভাগ অর্থ উদ্ধার করা হয়েছে, আরো কিছু উদ্ধার হবে। তবে ক্যাসিনোতে (জুয়ার আসর) যে টাকা চলে গেছে, সেগুলো উদ্ধার করা কঠিন হবে।’
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যস্বল্পতার কারণে ইউপি নির্বাচনে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। সামনের নির্বাচনগুলোতে এ ঘটনা আর ঘটবে না।’
এ সময় তনু হত্যার ঘটনা ধামাচাপা পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছে। মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। তদন্তে যারা দায়ী বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সারা দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আমু বলেন, ‘ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাবে, এসব ঘটনার বেশির ভাগই ঘটেছে পারিবারিক বিরোধ, কলহ ও পরকীয়ার কারণে।’
বাঁশখালীর ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ ঘটনারও তদন্ত চলছে। প্রকৃত হত্যাকারী যে-ই হোক না কেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।