আলমডাঙ্গায় তিন ইউপি সদস্য বিনাভোটে নির্বাচিত
তৃতীয় দফায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২৮ জন, সাধারণ সদস্য পদে ১৮৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৫০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির মোট ১২ জন এবং স্বতন্ত্রভাবে আরো ১৬ জন নির্বাচনে লড়ছেন। ছয়টি ইউপিতে মোট ভোটার সংখ্যা ৯০ হাজার আটজন। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ৫৫০ জন এবং মহিলা ৪৫ হাজার ৪৫৮ জন।
এদিকে উপজেলার জামজামী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য হানিফুজ্জামান, কালিদাশপুর ইউপির ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্য নুর বানু এবং বেলগাছি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে সুফিয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হতে চলেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল আলমডাঙ্গার জামজামী, খাসকররা, ডাউকী, কালিদাশপুর, বেলগাছি ও জেহালা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে কালিদাসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী লড়ছেন। এঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান, স্বতন্ত্র হারুন-অর-রশিদ, আহসান উল্লাহ ও মোল্লা কামরুজ্জামান। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা আসনে সাতজন ভোটে লড়ছেন।
ডাউকী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচজন নির্বাচনে লড়ছেন। এঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বিএনপি মনোনীত হাজি ইউসুফ আলী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বাবলু ও আবদুল কাদের রানা। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ভোটে লড়ছেন।
খাসকররা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচজন নির্বাচনে লড়ছেন। এঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান আজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, কুতুবুল আলম ও এ এইচ এম মোয়াজ্জেম। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ভোটে লড়ছেন।
জামজামি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট চারজন ভোটে লড়ছেন। এঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি মনোনীত মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলু চৌধুরী ও হুমায়ুন কবীর। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে আটজন ভোটে লড়ছেন।
জেহালা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ছয়জন লড়ছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত হাসানুজ্জামান হান্নান, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ, আব্দুল হান্নান মাস্টার, কামাল হোসেন ও রহিদুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন ভোটে লড়ছেন।
বেলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট তিনজন নির্বাচনে লড়ছেন। এঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, বিএনপি মনোনীত আমজাদ হোসেন, ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী এস এম গোলাম সরোয়ার শামীম। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ছয়জন ভোটে লড়ছেন।
আলমডাঙ্গার ডাউকী ও কালিদাশপুর ইউপি নির্বাচনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, জামজামি ও খাসকররা ইউপি নির্বাচনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তালেব এবং জেহালা ও বেলগাছি ইউপি নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, আলমডাঙ্গার ছয় ইউপিতে আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহণ হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।