চুরি হওয়া রিজার্ভ ফেরাতে কেন নির্দেশ নয় : হাইকোর্ট
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া টাকা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, অর্থসচিব, বর্তমান গভর্নর ফজলে কবির এবং সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দের জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ড. ইউনূস আলী আকন্দ নিজেই এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আজমালুল হক কিউসি ও এম আমিনুদ্দিন।
এ বিষয়ে ইউনূস আলী আকন্দ এনটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের ব্যর্থতায় দেশের বিপুল পরিমাণ অর্থ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। অথচ এটি উদ্ধারে যেটুকু তৎপর হওয়ার দরকার, ছিল সে ধরনের কোনো তৎপরতা দেখায়নি সরকার। এ জন্য রিট দায়ের করলে আদালত আজ শুনানি শেষে রুল জারি করেন।
গত ২৯ ফেব্রুয়ারি ফিলিপাইনের দৈনিক পত্রিকা ইনকোয়েরারের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন থেকে ১০ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০৮ কোটি টাকা) পাচার হয়েছে। এর একটি অংশ পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। এ খবর প্রকাশের মাধ্যমেই প্রথমবারের মতো অর্থপাচারের বিষয়টি নজরে আসে।