ঢাকা-চট্টগ্রামে শুক্র ও শনিবার ব্যাংক খোলা
সিটি করপোরেশন নির্বাচনের কাজের সুবিধার জন্য শুক্র ও শনিবার ঢাকা ও চট্টগ্রামের তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
আসাদুজ্জামান বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান, পে-অর্ডার বা ব্যাংকের রসিদ সংগ্রহের সুবিধার্থে ব্যাংকগুলো খোলা রাখা হবে। এ ক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরই মধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।’
নির্বাচন কমিশনের অনুরোধেই এসব ব্যাংক খোলা রাখা হচ্ছে বলে জানান আসাদুজ্জামান।